দেশজুড়ে

রাঙ্গামাটিতে মধ্যরাতে স’মিলে ‘দুর্বৃত্তের’ আগুন

রাঙ্গামাটি শহরের রাজবাড়ি স’মিলে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। বুধবার (২৫ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Advertisement

রাজবাড়ি স’মিলের দারোয়ান সাইফুল ইসলাম বলেন, ‘রাতে পাহারারত অবস্থায় একজন লোক বোট নিয়ে স’মিলের পশ্চিম দিকের ঘাটে আসে। কী কাজে এসেছে জিজ্ঞাসা করলে জানায় বোটে ওয়ারলিংয়ের কাজ করবে। এজন্য লোকজন আসছে। একটু পরে রাজবাড়ির দিক থেকে আরও ৫-৬ জন লোক এসে স’মিলের শ্রমিক সিংহ চাকমাকে অস্ত্র ঠেকিয়ে গাছের স্তূপের দিকে নিয়ে যায় এবং সেখানে কিছু একটা ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে আগুন ধরে যায় গাছে।’

শ্রমিক সিংহ চাকমা বলেন, ‘এক লোক দারোয়ান সাইফুলের সঙ্গে কথা বলছিল। এসময় আমি ঘর থেকে বের হলে একজন এসে আমার দিকে অস্ত্র ধরে। তারা গাছের স্তূপের দিকে কিছু একটা যেন ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে আগুন ধরে যায়। আগুন দেখে লোকজন ছুটে আসলে তারা পাবলিক হেলথের দিকে পালিয়ে যায়।’

স্থানীয় যুবক মহিউদ্দীন বলেন, ‘আমার বাড়ি পাবলিক হেলথে। আমি হঠাৎ করে বিকট শব্দ শুনতে পাই। শব্দ শুনে ঘর থেকে বাইরে বের হয়ে জানতে পারি স’মিলে কারা যেন আগুন দিয়েছে। তারপর ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সহযোগিতা করি।’

Advertisement

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে কোনো কাঠ পোড়েনি, জ্বলে ওঠার সময় দারোয়ানসহ আশপাশের লোকেরা পানি দিয়ে নিভিয়ে ফেলায় আগুন ভালো করে ধরতে পারেনি। তবুও ফায়ার সার্ভিস এসে ভালো করে দেখেছে আগুন আছে কি না।’

তিনি আরও বলেন, ‘কে বা কারা এ কাজ করেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত বলতে পারবে পুলিশ।’

সাইফুল উদ্দীন/ইএ

Advertisement