অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ তারিখ-ওজন ঠিক নেই, অলিম্পিয়া বেকারিকে জরিমানা

পাউরুটির গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ ঠিক নেই। আবার পণ্যের গায়ে উল্লেখ নেই সঠিক ওজন। এসব অপরাধে অলিম্পিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারি লিমিটেডকে জরিমানা করা হয়েছে।

Advertisement

বুধবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আরও পড়ুন: নকল কসমেটিকস ও ভেজাল খাবার তৈরির দায়ে ১২ লাখ টাকা জরিমানা

এতে বলা হয়, মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেখা যায়, তাদের পাউরুটির গায়ে মোড়কজাতকরণ সনদ অনুযায়ী মেয়াদোত্তীর্ণের তারিখ, বাজারজাতের তারিখ উল্লেখ নেই। একই সঙ্গে সঠিক ওজন উল্লেখ নেই। এ অপরাধে মিরপুরের সেকশন-২ এ অলিম্পিয়া বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে।

এনএইচ/জেডএইচ/জিকেএস