চিকেনের যে কোনো পদই সুস্বাদু। বিশেষ করে তা যদি হয় চিকেন কারি তাহলে তো কথায় নেই! স্বাদ বদলাতে এবার তৈরি করুন হাড়িয়ালি চিকেন কারি।
Advertisement
এর স্বাদ একবার খেলেই মুখে লেগে থাকবে সব সময়। যদিও এই পদ তৈরিতে বেশ কিছু উপকরণ প্রয়োজন। তবে স্বাদ বজায় রাখতে তো উপকরণ বেশি রাখতেই হবে! চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
আরও পড়ুন: চুলায় তৈরি গ্রিল চিকেন
উপকরণ
Advertisement
১. মুরগি ১টি (টুকরো করে কাটা)২. হলুদ গুঁড়া আধা চা চামচ ৩. লবণ সামান্য৪. লেবুর রস ১ চা চামচ ৫. আদা কুচি ১ টেবিল চামচ ৬. কাচা মরিচ কুচি ৩-৪টি৭. ধনেপাতা কুচি ১ কাপ৮. পুদিনা পাতা আধা কাপ৯. গোলমরিচ ১০-১২টি১০. রসুন কুচি বড় ১টি১১. কাজু বাদাম ৭-৮টি১২. কাঠবাদাম ৭-৮টি১৩. টকদই পৌনে ১ কাপ১৪. ব্লেন্ড করে নেওয়া মসলার পেস্ট ১৫. সরিষার তেল ২ টেবিল চামচ১৬. তেল ৩ টেবিল চামচ ১৭. পেঁয়াজ কুচি ১ কাপ১৮. ধনিয়ার গুঁড়া আধা চা চামচ ১৯. গরম মসলার গুঁড়া আধা চা চামচ ২০. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ ২১. মরিচের গুঁড়া আধা চা চামুচ। ২২. ভাজা পেঁয়াজের পেস্ট২৩. লবণ স্বাদমতো২৪. কাসুরি মেথি ১ চা চামচ ও২৫. পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ।
পদ্ধতি
প্রথমে মুরগি কেটে ধুয়ে পিানি ঝরিয়ে নিন। এরপর মুরগির মাংসের সঙ্গে হলুদ গুঁড়া, লবণ ও লেবুর রস মিশিয়ে নিন।
আরও পড়ুন: ১৫ মিনিটেই তৈরি করুন চিকেন ফ্রাই
Advertisement
এরপর ৫-১২ নম্বর পর্যন্ত সব উপকরণ একসঙ্গে মিশিয়ে অল্প পানি দিয়ে ব্লেন্ডারে বা পাটায় বেটে বেটে নিন।
তারপর মেরিনেট করে রাখা মুরগির মাংসের সঙ্গে ব্লেন্ড করে নেওয়া মসলা, টকদই ও সরিষার তেল মিশিয়ে রাখুন ঘণ্টাখানেক।
এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে বাদামি করে নিন। তারপর পেঁয়াজ তুলে ঠান্ডা করে নিন ও ব্লেন্ডারে ব্লেন্ড করে পেঁয়াজের পেস্ট তৈরি করে নিন। ব্লেন্ড করার সময় সঙ্গে পানি দেওয়ার প্রয়োজন নেই।
একই প্যানে আবারো দিতে হবে তেল আধা কাপ। তেল গরম হলে তাতে মেরিনেট করে রাখা মাংসের পিসগুলো দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিন। কিছুক্ষণ পর পর মাংসের পিসগুলো উল্টে চারপাশেই সমানভাবে ভেজে নিতে হবে।
আরও পড়ুন: চিকেন চাউমিন তৈরির সবচেয়ে সহজ রেসিপি
মাংসগুলো ভাজা হয়ে গেলে মাংস মেরিনেট করে রাখা বাকি মসলাগুলো মাংসের মধ্যে (চুলায় প্যানে) দিয়ে দিন। এই মসলা দিয়েই অল্প সময় মাংস কষিয়ে নিতে হবে।
কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ১৮-২৩ নম্বর পর্যন্ত সব উপকরণ। এরপর ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দিতে হবে ১ কাপ পানি। অল্প আঁচে ঢেকে রান্না করতে হবে ১০-১৫মিনিট।
মাংস সেদ্ধ হয়ে ঝোলটা ঘন হয়ে আসলে মাংসের উপরে কাসুরি মেথি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে চুলা বন্ধ করে ঢেকে দমে রেখে দিন ৫ মিনিট। ব্যাস পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে হাড়িয়ালি চিকেন কারি।
জেএমএস/জিকেএস