দেশজুড়ে

ময়মনসিংহে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন সীমা আক্তার নামে এক গৃহবধূ। তিনি উপজেলার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ আমিনুল হকের স্ত্রী।

Advertisement

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ওই গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন।

ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এরশাদ ফরাজি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কন্যা দিবসে দিনাজপুরে একসঙ্গে তিন কন্যার জন্ম

Advertisement

তিনি বলেন, সীমা আক্তার প্রসব ব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। এখানে স্বাস্থ কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শিল্পী পারভিন ও মিডওয়াইফ মৌসুমী আক্তারের তত্ত্বাবধানে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মাঝে তিন কন্যা সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ।

আরও পড়ুন: টাকা জোগাড়ে ব্যস্ত বাবা, ঘরেই জন্ম নিলো তিন কন্যা

এর মধ্যে দুই শিশুর ওজন ঠিক থাকলেও একজনের ওজন কম। তবে তিন নবজাতক ও মা সুস্থ আছেন বলেও জানান এই চিকিৎসক।

মঞ্জুরুল ইসলাম/এমআরআর/জেআইএম

Advertisement