রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন নিপাহ ভাইরাসে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন।
Advertisement
সোমবার (২৩ জানুয়ারি) সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শিশুটির শরীরে নিপাহ ভাইরাস শনাক্ত হয়।
মারা যাওয়া শিশুটির নাম মো. সোয়াদ (৭)। সে পাবনার ঈশ্বরদী উপজেলার মো. সানোয়ারের ছেলে।
রামেক হাসপাতালের আইসিইউ প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
আরও পড়ুন: নিপাহ ভাইরাসে এক মৃত্যু, খেজুরের রস পানে সতর্ক থাকার আহ্বান
রামেক হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার (২০ জানুয়ারি) সকালে খেজুরের কাঁচা রস পান করেছিল সোয়াদ। এরপর জ্বর ও খিঁচুনি হয়ে শিশুটি অচেতন হয়ে যায়। বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। শনিবার (২১ জানুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু আইসিইউতে রেফার করা হয়। পরে সন্দেহ হওয়ায় নিপাহ ভাইরাস শনাক্তে পরীক্ষার জন্য পাঠান চিকিৎসকরা। রোববার ফলাফল পজিটিভ আসে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘খেজুরের কাঁচা রস পান করতে খুব মজা। এটা প্রায় সবারই পছন্দ। শিশুর বাবা-মা খুব শখ করেই খেজুরের কাঁচা রস পান করতে দিয়েছিলেন। তখন কি তারা জানতেন এটার মধ্যে এ মরণ ভাইরাস আছে?’
নিপাহ ভাইরাস থেকে বাঁচার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাদুড়ের সংস্পর্শে আসা খেজুরের রস অবশ্যই পান করবেন না। নিজ পরিচিত, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের দেবেন না।
Advertisement
এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর নিপাহ ভাইরাসে মৃত্যু হয়। ওই নারী গোদাগাড়ী উপজেলার মাটিকাটার বাসিন্দা।
সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম