দেশজুড়ে

ঝগড়া নিয়ে বাগবিতণ্ডা, দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে বাগবিতণ্ডায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) উপজেলার জলসুখা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুজনকে আটক করা হয়।

Advertisement

আরও পড়ুন: রেখে দেওয়া তাস নিয়ে বাগবিতণ্ডা, বন্ধুকে কুপিয়ে হত্যা

আটকরা হলেন- ওই এলাকার শাহনেওয়াজ ফকিরের ছেলে মোবাশ্বির (২৮) ও ফজলু মিয়ার ছেলে সালমান (২৫)।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

আরও পড়ুন: লুডু খেলা নিয়ে বাগবিতণ্ডা, দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের রমজান মিয়ার ছেলে তারেক (১০) ও শাহনেওয়াজ ফকিরের ছেলে তোফাশ্বিরের (৮) মধ্যে ঝগড়া হয়। তাদের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে সোমবার সকালে রমজান মিয়া ও শাহনেওয়াজ ফকিরের পক্ষে লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সজল মিয়াকে (১৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম

Advertisement