জাতীয়

২ লাখ ইভিএম কেনার প্রকল্প আপাতত স্থগিত

দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নতুন প্রকল্প আপাতত প্রক্রিয়াকরণ হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। ফলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট হচ্ছে না বলে জানা গেছে।

Advertisement

আরও পড়ুন: অনির্দিষ্টকাল ইভিএমের জন্য অপেক্ষা নয়: ইসি আনিছুর

সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন: ‘১৫০ আসনে না পারলেও ৭০-৮০ আসনে ইভিএমে ভোট’

Advertisement

তিনি জানান, পরিকল্পনা কমিশন জানিয়েছে যে, বৈশ্বিক পরিস্থিতি এবং আর্থিক মন্দার কারণে আপাতত ইভিএম প্রকল্পটি প্রক্রিয়াকরণ হচ্ছে না। আমাদের কাছে যে ইভিএম আছে সেগুলো নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: সরকারের নির্দেশে ১৫০ আসনে ইভিএমের সিদ্ধান্ত ইসির: ফখরুল

এদিকে নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, যেহেতু আপাতত নতুন প্রকল্প পাস হচ্ছে না। তাই আগামী সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না।

আরও পড়ুন: ১৫০ আসনে ইভিএমের সিদ্ধান্ত আওয়ামী লীগ স্বাগত জানায়: কাদের

Advertisement

এইচএস/জেএইচ/জিকেএস