দেশজুড়ে

মায়ের সঙ্গে কারাগারে তিন বছরের শিশু

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার মামলায় শরিফা জাহান (৪০) নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সেইসঙ্গে মায়ের আবেদনের ভিত্তিতে তার তিন বছরের শিশুকেও কারাগারে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

রোববার (২২ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ আমলি আদালতের বিচারক শিশু সন্তানসহ ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে সন্ধ্যায় মা ও মেয়েকে কারাগারে নেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত শরিফা চাঁপাইনবাগঞ্জ পৌর এলাকার রেহাইচর মহল্লার আলমগীর হোসেনের স্ত্রী।

শরিফা জাহানের আইনজীবী মাহিদুল মূলক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির কোনো নিরাপদ স্থান না থাকায় মা নিজ ইচ্ছায় কারাগারে নিতে চেয়েছেন। তাই শিশুসহ ওই নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Advertisement

জানা গেছে, শরিফার দুলাভাই তাকে একটি এনজিও পরিচালনা কমিটির সদস্য করেছিলেন। পরে তিনি গ্রাহকের সঙ্গে প্রতারণা করেছেন। এ ঘটনায় গ্রাহকদের একাধিক মামলায় শরিফাকেও আসামি করা হয়।

একটি মামলায় আজ আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেছিলেন শরিফা। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কিন্তু শিশু সন্তানের নিরাপদ স্থান না থাকায় তাকেও কারাগারে নেওয়ার অনুরোধ করেন শরিফা। পরে আদালত অনুমতি দেন।

চাঁপাইনবাবগঞ্জ আদালত ভবনের সামনে দাঁড়িয়েছিল শরিফার ১০ বছর বয়সী আরেক সন্তান। শিশুটি জাগো নিউজকে বললো, আমার মা তো কারাগারে যাচ্ছে। সঙ্গে ছোট বোনকেও নিয়ে যাচ্ছে। কিন্তু একা হয়ে গেলাম আমি।

চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক দিলীপ কুমার দাস বলেন, রোববার এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালতের আদেশে ওই নারীর সঙ্গে তিন বছরের শিশুকেও কারাগারে পাঠানো হয়েছে। ছোট্ট শিশুদের মায়েদের সঙ্গে কারাগারে পাঠানো হয়, এটাই নিয়ম।

Advertisement

সোহান মাহমুদ/এমআরআর