বিনোদন

সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘সাঁতাও’ সিনেমা

খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’ সিনেমাটি ২১ জানুয়ারি ‘সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড’ বিভাগে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শিত হয়। গণঅর্থায়নে নির্মিত এই সিনেমাটি মুক্তি পাবে ২৭ জানুয়ারি। প্রান্তিক মানুষের জীবন কাহিনি নিয়ে এটি নির্মিত হয়েছে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন আইনুন পুতুল ও ফজলুল হক।

Advertisement

‘সাঁতাও’ সিনেমার গল্প কৃষকদের সংগ্রামী জীবন এবং প্রান্তিক পটভূমি থেকে নারীদের সর্বজনীন সংগ্রামকে কেন্দ্র করে। পরিচালনার পাশাপাশি খন্দকার সুমন ‘সাঁতাও’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, তশমিতা শিমু, মিতু সরকার প্রমুখ।

সিনেমাটি প্রিমিয়ারের আগে পরিচালক খন্দকার সুমন যাদের অর্থায়নে এটি নির্মিত হয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান। এরপরই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শিত হয়েছিল সিনেমাটি।

আজ (২২ জানুয়ারি) জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বাংলাদেশ প্যানোরমা সেকশনে সেরা চলচ্চিত্র হিসেবে ‘সাঁতাও’ সিনেমাকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণ করেন পরিচালক খন্দকার সুমন।

Advertisement

এমআই/এমএমএফ/জেআইএম