সোমবার (২৩ জানুয়ারি) থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন ঐক্য পরিষদ। পরদিন মঙ্গলবার থেকে বিভাগজুড়ে এ ধর্মঘট চলবে।
Advertisement
সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যুদ্ধ ও স্যাংশন সব পণ্যের দাম বাড়ার কারণ: মন্ত্রী
গত বছরের ৭ ডিসেম্বর নগরের সুরমা মার্কেট মোড় থেকে ২০১৮ সালের একটি বিস্ফোরক মামলায় রাজনকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ।
Advertisement
সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশকে জাপানের সঙ্গে তুলনা পররাষ্ট্রমন্ত্রীর
তিনি বলেন, দেড় মাস ধরে পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন কারাবন্দি। তার জামিন না হওয়া পর্যন্ত আমাদের এ ধর্মঘট চলবে। ধর্মঘটের সময় বাস, মিনিবাস, অটোরিকশা, লেগুনা, ট্রাক চলাচল বন্ধ থাকবে।
ছামির মাহমুদ/এমআরআর/জেআইএম
Advertisement