প্রায় দুই ঘণ্টা অবরোধের পর রাজধানীর কাওলার সড়ক থেকে সরে গেছেন শিক্ষার্থীরা। এরপর বিমানবন্দর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
Advertisement
এর আগে বাসের ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় রোববার (২২ জানুয়ারি) বিকেলে সড়ক অবরোধ করেন নর্দান বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী। এসময় তারা সহপাঠী নিহতের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এদিকে অবরোধের কারণে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি পড়েন এই পথের যাত্রীরা। তবে পুলিশের অনুরোধে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান।
আরও পড়ুন: ভিক্টর বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নিহত
Advertisement
সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক।
তিনি বলেন, প্রগতি সরণিতে (কুড়িল বিশ্বরোড এলাকা) ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু হয়। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিমানবন্দর সড়ক অবরোধ করেন। তবে আমাদের অনুরোধে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান। তারা চলে যাওয়ার পর বিমানবন্দর সড়কে যানচলাচল শুরু হয়।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা ও যানজটে বছরে ক্ষতি ১ লাখ ৭৫ হাজার কোটি
সড়কে পড়ে থাকা নাদিয়ার নিথর দেহ উদ্ধার করছে পুলিশ
Advertisement
এর আগে কুড়িল বিশ্বরোডে যমুনা ফিউচার পার্কের সামনে ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় নিহত হন নাদিয়া। তিনি নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যান।
আরও পড়ুন: ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ’ ১৬৭২ কিমি সড়ক, দুর্ঘটনা এড়াতে বসছে যন্ত্র
আরএসএম/জেডএইচ/জেআইএম