নোয়াখালীর বেগমগঞ্জে দ্রুতগতির বাসচাপায় সকিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহত সকিনা বেগম বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাদিরপুর এলাকার মৃত হাবীব উল্যার স্ত্রী।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যার দিকে ওই বৃদ্ধা আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। ওই সময় চৌমুহনী চৌরাস্তা এলাকায় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়ক পার হতে গেলে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
Advertisement
এসআই আমিনুল আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এমকেআর