কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ৯ম মেধাতালিকার শিক্ষার্থীদের ভর্তি শেষ হয়েছে ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার)। ২৩ জানুয়ারি নবীনদের ক্লাস শুরু হতে যাচ্ছে।
Advertisement
এদিকে কোটা বাদে প্রথমবর্ষে ১ হাজার ৪০টি আসনে বিপরীতে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৮৯৬ শিক্ষার্থী। এতে আসন ফাঁকা আছে আরও ১৪৪টি।
আরও পড়ুন: ফের পরীক্ষা দিতে নারাজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শনিবার (২১ জানুয়ারি) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির প্রধান ড. মো. সাইফুর রহমান।
Advertisement
তিনি বলেন, এখনো কোটার আসন পূরণ হয়নি। তবে আমরা দ্রুত ১০ মেধাতালিকা প্রকাশ করবো।
ইউনিট ভিত্তিক আহ্বায়ক সূত্রে জানা যায়, নবম মেধাতালিকা ভর্তি শেষে 'এ' ইউনিটে ৫৪ টি আসন, 'বি' ইউনিটে ৭৮টি আসন এবং 'সি' ইউনিটে ১২ টি আসন ফাঁকা আছে।
আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে হেমন্ত উৎসব
এসজে/জেআইএম
Advertisement