দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে স্বতন্ত্র পার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জে (সদর) উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার বালিয়াডাঙা ফিল্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে। এনিয়ে থানায় এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা সামিউল হক লিটন।

Advertisement

নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা মো. নামিস আলী বলেন, শুক্রবার রাতে অফিসে তালা লাগিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। সকালে এসে দেখি অফিস ভেঙে ৪০টি চেয়ার, একটি টেবিল ও প্রচারণার কাজে ব্যবহৃত লিফলেট ও ব্যানার ফেস্টুন নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে আপেল প্রতীকের স্থানীয় সমর্থকদের মাঝে।

আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক লিটন বলেন, শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। বিরোধী পক্ষ নির্বাচনী অফিস ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মৌখিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

Advertisement

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, থানায় এখনও লিখিত অভিযোগ নিয়ে কেউ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, লিখিত অভিযোগ পেলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোহান মাহমুদ/এফএ/এএসএম

Advertisement