একুশে বইমেলা

আসছে মোহাম্মদ অংকনের নতুন ২ বই

আসন্ন বইমেলায় তরুণ লেখক মোহাম্মদ অংকনের দুটি বই প্রকাশ হতে যাচ্ছে। প্রিয় বাংলা প্রকাশন থেকে থ্রিলার ‘কঙ্কাল রহস্য’ এবং কালপ্রকাশ থেকে ছোটগল্পের বই ‘মেঘে ঢাকা চাঁদ’ প্রকাশ হবে।

Advertisement

‘কঙ্কাল রহস্য’ তার তৃতীয় উপন্যাস। বইটির প্রচ্ছদ করেছেন প্রকাশক এস.এম. জসিম ভূঁইয়া। মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

অংকনের চতুর্থ ছোটগল্পের বই ‘মেঘে ঢাকা চাঁদ’। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

মোহাম্মদ অংকনের প্রকাশিত বই ১৫টি। বই দুটি প্রসঙ্গে তিনি বলেন, ‘বইমেলায় বই প্রকাশের আনন্দ উপভোগ্য। একসঙ্গে যদি দুটি বই প্রকাশ হয়, তবে আনন্দের মাত্রা অবশ্যই বেশি। বিশ্বাস করি, পাঠক ও শুভাকাঙ্ক্ষী বই দুটি সংগ্রহ করবেন এবং প্রতিক্রিয়া জানাবেন।’

Advertisement

মোহাম্মদ অংকন নাটোরের সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করছেন। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কম্পিউটার বিভাগে কর্মরত।

এসইউ/এএসএম