ফিচার

নাক দেখে যায় চেনা

মানুষ চেনা সহজ কাজ নয়। কিন্তু আপনার নাক-ই যদি বলে দেয় আপনি কেমন স্বভাবের, বিষয়টি বেশ মজার হবে- তাই না? এবার তাহলে আপনার এবং আপনার আশপাশের মানুষের নাকের দিকে তাকান আর মিলিয়ে নিন বৈশিষ্ট্যগুলো-সোজা নাকভাল দিক- মানুষকে সব কাজে উত্সাহ জোগায়। খুব গোছানো স্বভাবের হয়।  যে কোনও কাজ দিলে উদ্ধার করে ফেলে।  মাথা অসম্ভব ঠান্ডা।খারাপ দিক- প্রেমে প্রতারণা করার সম্ভাবনা থাকে। প্রত্যাশা অনুযায়ী ফল পায় না। কাজ না করতে পারলে অন্যকে দোষ দেওয়ার প্রবণতা থাকে।বাঁকা নাকভালো দিক- নিজেকে ভালোবাসে। মানুষের উপকার করে থাকে। খারাপ দিক-  বিদ্রোহী স্বভাবের মানুষ হয়, যে কোনও কথায় ব্যতিক্রমী দিক তুলে ধরে, সব কথায় হ্যাঁ তে হ্যাঁ-না মিলিয়ে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে।মাংসল নাকভাল দিক-  দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, যে কোনও কাজ দ্রুত শেষ করতে পারে, মন থেকে কাজ করে।খারাপ দিক- কাজে প্রচুর ভুল হয়, একরোখা, মাথাগরম প্রকৃতির হয়, মানুষকে ভুল বোঝে।চওড়া নাকভাল দিক-  জন্মগত নেতা। নেতৃত্ব দিয়ে যে কাজকে সফলভাবে করে থাকে। অসাধারণ ব্যক্তিত্ব, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্মগত ক্ষমতা থাকে।খারাপ দিক-  স্বজনপোষণ করে থাকে, নেতৃত্ব দিতে না পারলে চাপা ক্ষোভ থেকে সেরাটা দিতে পারে না।চ্যাপ্টা নাকভাল দিক- খুব দয়ালু প্রকৃতির হয়ে থাকে। ভালবাসা দিতে ও নিতে জানে। উদ্যমী স্বভাবের হয়ে থাকে, প্রচুর ঝুঁকি নেয়, আশাবাদী স্বভাবের মানুষ হয়।খারাপ দিক-  চরিত্র নিয়ে মাঝামাঝে প্রশ্ন ওঠে। জীবনে একাধিক প্রেম থাকতে পারে। কোনও কাজের মাঝপথে গিয়ে খেই হারিয়ে ফেলে।এইচএন/পিআর

Advertisement