বলতে চাই—ভালোবাসি
Advertisement
এক গোধূলিবেলায়—তোমার হাতে হাত রেখে সর্বোচ্চ চিৎকারে গলা ছেড়ে বলতে চাই—ভালোবাসি।কোন এক পাহাড়ের চূড়ায়, না হয় সমুদ্র তটে—অথবা গহীন অরণ্যে, প্রচণ্ড আবেগে জরানো স্বরেবলতে চাই—ভালোবাসি।মায়াকানন এখানে দীর্ঘশ্বাসে প্রতিক্ষণে শুধু একটাই সুর বেজে বারংবার প্রতিধ্বনি—ভালোবাসি।শরতের সাদা মেঘ ভেসে যাওয়াবিশাল আকাশের নিচে,খোলা চুলের মৃদু দোলেতোমার পানে দুহাত খুলে, প্রচণ্ড চিৎকারেবলতে চাই—ভালোবাসি।যান্ত্রিকতায় ক্লান্ত যখনঅবসাদের খোঁজেএক পলক দেখার জন্য তোমায় পেলে ক্লান্ত স্বরে—ফিসফিসে কানের কাছে গিয়েবলতে চাই—ভালোবাসি।
****
তোমার শহরে
Advertisement
তোমার শহরে সহস্র ল্যাম্পপোস্টের আলোর ভিড়ে,পূর্ণিমা চাঁদের আলোর মহিমা হৃদয়টাকে তোলপাড় করে...
তোমার শহরে অলিগলি ছেয়ে আছে পোস্টারে ক্ষমতা লোভী মন উন্মাদদিতে প্রাণ মিছিলে অকাতরে।
তোমার শহরে সজ্জিতআলোকসজ্জার বাসরেনির্ঘুম কত রাত কাটে একাকী—না পাওয়ার হাহাকারে।
****
Advertisement
একটা জীবন তোমার নামে
নিবিড় যতনে লালিত যে মায়াআঁধারে একলা আমি শক্তিই সে ছায়া—শুধু একটা জীবন তোমার নামে...এ অনুভূতি অসীম, শক্তি প্রখর,এ আবেদন নির্মল দীপ্ত কিরণে।
সবুজ ঘাসের ওপর আলতো পায়েবিকেলের শেষটুকুও দিলাম বিলিয়েগোধূলিবেলায়—শুধু একটা জীবন তোমার নামে...এ মায়া তীক্ষ্ণ, টানও বেশ প্রবলআস্থা বাড়ছেই কারণে-অকারণে।
এসইউ/এএসএম