দেশজুড়ে

সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ৩

সিলেটে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. রেজোয়ান নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

Advertisement

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জাগো নিউজকে জানিয়েছেন, দক্ষিণ সুরমার সুলতানপুর-গহরপুর সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট থেকে গহরপুর যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে রাত ৮টার দিকে রেজোয়ান নামের আরেকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: সিলেটে ট্রাকের ধাক্কায় দুজন নিহত, আশঙ্কাজনক ৫

Advertisement

ঘটনাস্থলে নিহত দুজন হলেন- বালাগঞ্জ উপজেলার চরলাপুর গ্রামের অটোরিকশাচালক বাবুল মিয়া (৬০) ও বালাগঞ্জের গহরপুর এলাকার আজমল আলীর ছেলে মো. আনহার।

জানা গেছে, অটোরিকশাটিতে নারী-শিশুসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। এরমধ্যে দুজন যাত্রীসহ তিনজন মারা গেছেন। বর্তমানে গুরুতর আহত চারজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ছামির মাহমুদ/এমকেআর

Advertisement