দেশজুড়ে

টেকসই বাংলাদেশ গড়তে স্মার্ট হওয়ার বিকল্প নেই: ঢাবি উপাচার্য

টেকসই বাংলাদেশ গড়তে স্মার্ট হওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

Advertisement

তিনি বলেন, প্রযুক্তি, জ্ঞানভিত্তিক ও মানসিক অর্জন—এগুলোই হলো টেকসই অর্জন। এ থেকেই হবে স্মার্ট বাংলাদেশ।

শুক্রবার (২০ জানুয়ারি) বরগুনার পাথরঘাটা কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে স্কুলমাঠে শিক্ষক-শিক্ষার্থীদের দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ স্কুলের সাবেক শিক্ষার্থী। সেখানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের আহ্বান জানিয়েছেন, তার একটি তাৎপর্য আছে। এমন ধরনের মানবসম্পদ তৈরি করা, যুবসমাজ তৈরি করা, যেখানে মানুষগুলো হবে অনেক উদার, অসাম্প্রদায়িক চেতনার, মানবিক, জ্ঞানে ও শিক্ষায় দক্ষ। যে জ্ঞানে, প্রযুক্তিতে দক্ষতা, মানবিক চেতনা ও অসাম্প্রদায়িক চেতনা মূল্যবোধ থাকবে। তার মধ্যে মানবিক ও অসাম্প্রদায়িক গুণাবলী থাকবে।

Advertisement

এরআগে সকাল থেকে এ মিলন মেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় প্রবীণ শিক্ষার্থীরা আগমন করেন। সকালে বিদ্যালয় সভাপতি ফারজানা সবুর রুমকির সভাপতিত্বে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন হয়। এরপর আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার ছাত্রজীবনের স্মৃতি তুলে ধরেন।

অনুষ্ঠানে উপাচার্য আক্তারুজ্জামান বিদ্যালয়ের ট্রাস্ট ফান্ডে দুই লাখ টাকার চেক দেন।

এসআর/এএসএম

Advertisement