পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে রেললাইনের পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চলন্ত একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের আহত হওয়ার খবর জানিয়েছে। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের।
Advertisement
বেলুচিস্তানে পাকিস্তান রেলওয়ের মুখপাত্র মুহাম্মদ কাশিফ বলেন, পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ওই এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। ট্রেনটি মাচ এলাকা থেকে আসছিল।
আরও পড়ুন>পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ, এক পুলিশ সদস্য নিহত
প্রতিবেদনে বল হয়, বিস্ফোরণের ফলে ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত আটজন আহত হয়েছে। এরই মধ্যে আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে এবং জেলার সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
Advertisement
এদিকে স্থানীয় জেলা প্রশাসক কচ আগা সামিউল্লাহও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি একটি রিমোট কন্ট্রোল বিস্ফোরণ যা ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত করে।
আরও পড়ুন>বরযাত্রীবাহী নৌকাডুবে পাকিস্তানে নিহত ২০
তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
গত বছরের ২৫ ডিসেম্বর বেলুচিস্তানের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে একজন ক্যাপ্টেনসহ নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য প্রাণ হারাণ। সম্প্রতি পাকিস্তানে এ ধরনের হালার ঘটনা বেড়েছে।
Advertisement
এমএসএম