জয়পুরহাটের আক্কেলপুরে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সাড়ে তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন নিয়ে রাজশাহীর উদ্দেশে রেলস্টেশন ছেড়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আক্কেলপুর রেলস্টেশনে ট্রেনটি যাত্রা বিরতির পর ছাড়ার সময় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন আসার পর দুপুর দুইটার পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
আক্কেলপুর রেলস্টেশন মাস্টারের কার্যালয় সূত্র ও ট্রেনযাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ১৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। এরপর চার মিনিট যাত্রা বিরতি দিয়ে ট্রেনটি ১০টা ২২ মিনিটে ছাড়ে। ট্রেনটি ছাড়ার পরপরই ইঞ্জিন প্রচণ্ড ঝাঁকি দেয়। এতে বগিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ অবস্থায় প্লাটফর্মের কিছুদূর গিয়ে ট্রেনটি আবারও প্লাটফর্মে ফিরে আসে।
পরে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে পার্ব্বতীপুর থেকে অতিরিক্ত ইঞ্জিন আনা হয়। বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে সচল ইঞ্জিন লাগানো হয়। এরপর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
Advertisement
ট্রেনচালক সাইফুল আজম বলেন, আক্কেলপুর রেলস্টেশন থেকে ছাড়ার পর ইঞ্জিন বিকল হয়েছে। বিষয়টি কন্ট্রোলকে জানানো হয়েছে। পার্ব্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, চিলাহাটী থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল দশটা ১৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশনে যাত্রা বিরতি করে। চার মিনিট যাত্রা বিরতির পর ট্রেনটি ছাড়ার পর ইঞ্জিন বিকল হয়ে প্লাটফর্ম অতিক্রম করতে পারেনি। পার্বতীপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন স্টেশনে এসে পৌঁছায়। দুইটা ৫ মিনিটে ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে রওনা দেয়।
রাশেদুজ্জামান/এফএ/জিকেএস
Advertisement