ভাসানচর থেকে পালিয়ে আসা তিন রোহিঙ্গাকে আটকের পর পুনরায় ফেরত পাঠিয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে জনতারঘাট দিয়ে তাদের ভাসানচরে পাঠানো হয়।
Advertisement
এর আগে বুধবার (১৮ জানুয়ারি) গভীর রাতে কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাদিরারচর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৮ নম্বর ক্লাস্টারের সাইফুল ইসলাম (৩২), ৮৯ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম (১৫) ও ৬১ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম (২০)। তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করেছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার রাত ১১টার দিকে চরএলাহী ইউনিয়নের কাদিরারচর এলাকায় কয়েকজন যুবক ঘোরাঘুরি করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাদের চরএলাহী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে নিয়ে পুলিশে খবর দেওয়া হয়।
Advertisement
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, খবর পেয়ে তিন রোহিঙ্গাকে থানায় নিয়ে আসি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুনরায় তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস