আমদানি-রপ্তানির শুল্কায়ন কাজে ব্যবহৃত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বেপজা) সিস্টেমে আন্তঃসংযোগ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
Advertisement
সম্প্রতি এনবিআর থেকে দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আন্তঃসংযোগ স্থাপনের ফলে বেপজার সিস্টেম এবং অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বেপজা কর্তৃক ইস্যু করা ইমপোর্ট পারমিটের তথ্য খুব সহজেই আদান প্রদান করা যাবে। এর আগে বেপজার আইপি/ইপি সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে বেপজার সিস্টেমে লগ-ইন করে এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হতো।
আরও পড়ুন: রপ্তানি আয়ে ৫০ বিলিয়নের ক্লাবে বাংলাদেশ
এতে আরও বলা হয়, আগামী ২৩ জানুয়ারি থেকে ইপিজেডভুক্ত দপ্তরগুলোর রপ্তানির ক্ষেত্রে বেপজার এক্সপোর্ট পারমিট সংক্রান্ত তথ্য অ্যাসাইকুড়া সিস্টেমে ধারণ করা ছাড়া কোনো ধরনের শুল্কায়ন করা যাবে না।
Advertisement
এছাড়া বেপজার এক্সপোর্ট পারমিট সংক্রান্ত আন্তঃসংযোগ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং সংশ্লিষ্ট সব অংশীজনদের অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।
এসএম/এমএইচআর/জেআইএম
Advertisement