খেলাধুলা

ভারতের সামনে ধুঁকছে বাংলাদেশ

১৬৭ রানের লক্ষ্যটা অনেক বড়ই। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই আশিষ নেহরাকে মেডেন ওভার দিয়ে যাচ্ছিলেন প্রায় সৌম্য সরকার। শেষ বলে ৩ রান নিয়ে মেডেন হওয়া থেকে ওভারটা রক্ষা করেন তিনি। দ্বিতীয় ওভারে জসপ্রিত বুমরাহর কাছ থেকে ৬ রান নেন দুই ওপেনার; কিন্তু দ্বিতীয় ওভারেই বিপদটা ঘটিয়ে দিলেন মোহাম্মদ মিঠুন।ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গে মিঠুনকেই নামানো হয় মাঠে। ইমরুল কায়েসকে বসিয়ে রাখা হয় শেষের দিকে ব্যাট করার জন্য। কিন্তু মিঠুন তার ওপর আস্থার প্রতিদান দিতে পারেননি। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে গেলেন আশিস নেহরার বলে। ৩ বল খেলে করলেন মাত্র ১ রান।পরের বলেও অবশ্য আউটের জোরালো আবেদন উঠেছিল। কিন্তু সাব্বির রহমান এ যাত্রায় বেঁচে যান। সাব্বির বাঁচলেও পরের ওভারে বুমরাহর বলে বাঁচতে পারলেন না সৌম্য সরকার। চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই উইকেটের পেছনে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য । ১৪ বলে ১১ রান করেন তিনি।১৫ রানে দুই ওপেনারকে হারিয়ে চরম বিপদে পড়া বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করছেন ইমরুল কায়েস এবং সাব্বির রহমান। যদিও এ দু’জনের স্লো ব্যাটিং ধীরে ধীরে বাংলাদেশকে পরাজয়ের দিকেই নিয়ে যাচ্ছে। কারণ, ৯ ওভারে ৪৮ রান কোনভাবেই জয়ের মানসিকতা তৈরী করে না।শেষ পর্যন্ত ২৪ বলে ১৪ রানের ‘টেস্ট ইনিংস’ খেলে আউট হলেন ইমরুল কায়েস। ১০ম ওভারের ৫ম বলে গিয়ে রবিচন্দ্র অশ্বিনের বলে যুবরাজ সিংয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন ইমরুল কায়েস।এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫১। সাব্বির রহমান রয়েছেন ২২ রানে এবং সাকিব আল হাসান রয়েছেন ১ রানে।আইএইচএস/বিএ

Advertisement