বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিশা আক্তার (১১) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. রেজাউল করিম আহত হয়েছেন।
Advertisement
বুধবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর ৪০ নম্বর পিলারের কাছে দুর্ঘটনা ঘটে।
রেজাউল করিম পাবনার আতাইকুলা উপজোর মধুপুর দক্ষিণপাড়া এলাকার মো. মজনুল হকের ছেলে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুতে পরপর তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত ২
Advertisement
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে তারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস পিছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিশা নিহত হয়। পরে আহত অবস্থায় রেজাউল করিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম