জাতীয়

বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনে আরও সংকট নিয়ে আসবে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, টাকা পাচার রোধ ও ভোটাধিকার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ।

Advertisement

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সিপিবি কোতোয়ালি থানার উদ্যোগে নগরীর কে সি দে রোডে এ বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা জনজীবন দুর্বিষহ করে তুলেছে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। এর ফলে কৃষি শিল্পসহ সর্বত্র উৎপাদন খরচ বাড়বে। ওই বাড়তি দামও সাধারণ মানুষের পকেট থেকে তুলে নেওয়া হবে। সাধারণ মানুষের আয় বাড়েনি। প্রকৃত আয় কমে গেছে।

তারা আরও বলেন, ওষুধের মূল্য আকাশচুম্বি। এ অবস্থায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনে আরও সংকট নিয়ে আসবে। দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় দূর করতে পারলে বিদ্যুতের মূল্য না বাড়িয়ে কমানো যেত। এখন বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধির কথা বলা হচ্ছে। সরকারের ভুল নীতির কারণে এ উৎপাদন ব্যয় বৃদ্ধির দায় সাধারণ মানুষ নেবে না।

Advertisement

বক্তারা বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশনিং, ন্যায্যমূল্যের দোকান ও গণ বণ্টন ব্যবস্থা চালু করতে হবে।

সিপিবি কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, জেলা কমিটির সদস্য সিতারা শামিম, যুব নেতা মো. শাহ আলম, ছাত্র শাখার সম্পাদক এ্যানি সেন প্রমুখ।

ইকবাল হোসেন/এমআইএইচএস/এমএস

Advertisement