রাজধানীর মিরপুরে বিয়ে বাড়িতে হট্টগোল ও ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তৃতীয় লিঙ্গের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মিরপুর মডেল থানার ৩ নম্বর সেকশনের ৮ নং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ৪ জন হলেন বৃষ্টি আফরিন (২৫), মধু (৩২), ঈশানী (২৫) ও সুমি (২২)।
জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন।
Advertisement
আরও পড়ুন: তৃতীয় লিঙ্গের বেশে বাসে চাঁদাবাজি, পরে জানা গেলো তারা পুরুষ
তিনি বলেন, থানার ৩ নম্বর সেকশনের, ৮ নম্বর রোডে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজনের তথ্য পেয়ে দুপুরে তারা সেই বাড়িতে যায়। বাড়িতে গিয়েই তারা ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সেখানে চিৎকার শুরু করে। তখন বিয়ে বাড়ির লোকজন তাদের ১ হাজার ৫০০ টাকা দেয়। কিন্তু এই টাকা পেয়ে তারা আরও বেশি চিৎকার শুরু করে এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে।
তিনি বলেন, তাদের এসব কাজে ভয় পেয়ে ঘরের দরজা বন্ধ করে দেন বাড়ির মহিলা উর্মিলা। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে যায়। তারা দরজায় ধাক্কা ও লাথি মারা শুরু করে। একপর্যায়ে সেই ঘরের বাইরে থেকে বন্ধ করে দিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে ওই চারজন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং চারজনকে গ্রেফতার করে। এসময় সেই দেড় হাজার টাকাও জব্দ করা হয়।
আরও পড়ুন: গ্রেফতার এড়াতে শফিকুলের ‘হিজড়া’ বেশ, নাম রাখেন পরীমনি
Advertisement
এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: হিজড়া পরিচয়ে ১২ পুরুষের চাকরি নিয়ে তোলপাড়
আরএসএম/এমএইচআর