দেশজুড়ে

৪৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

ব্যাংক থেকে ৪৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে কুমিল্লায় জাকির হোসেন নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার জাকির বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাকির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারই। তিনি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: আমন্ত্রণ পায়নি জমিদাতা সাবেক এমপির পরিবার

এর আগে সোমবার (১৬ জানুয়ারি) রাতে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

দুদকের কুমিল্লার উপপরিচালক ফজলুল হক জাগো নিউজকে বলেন, প্রাথমিক অনুসন্ধানে জাকির হোসেনের বিরুদ্ধে ঋণ নিয়ে আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের কাগজপত্র জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের পোর্ট কানেকটিং রোডের টেন্ডার পান। তার বিপরীতে ইউসিবিএল ব্যাংকের কুমিল্লা শাখা থেকে ৪৭ কোটি টাকা ঋণ নেন। কিন্তু কাজের বিপরীতে প্রাপ্ত বিলের চেক নগদায়ন করলেও ব্যাংকের ঋণ পরিশোধ না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন। অন্যদিকে সিটি করপোরেশনের কাজটি অসমাপ্ত রেখে চলে যাওয়ায় জনভোগান্তির সৃষ্টি হয় এবং পুনরায় টেন্ডার করে কাজটি সমাপ্ত করতে যেয়ে অতিরিক্ত ৭ কোটি টাকা ব্যয় হয়।

আরও পড়ুন: আতঙ্কের নাম ইউটার্ন, দুর্ঘটনা প্রতিরোধে লাল নিশানাই ভরসা

ফজলুল হক আরও বলেন, ২০২২ সালের ১০ মে জাকির হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে দুদক দুটি মামলা করে। মামলা দুটি তদন্তকালে জাকির হোসেনের বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেল ৫টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জাহিদ পাটোয়ারী/এসজে/এএসএম

Advertisement