দেশজুড়ে

ডাবের বদলে কলার ছড়া পেলেন সাত্তার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দের পরদিন প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই স্বতন্ত্র প্রার্থীকে নতুন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে কলার ছড়া ও জিয়াউল হক মৃধাকে আপেল প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

এর আগে সোমবার (১৬ জানুয়ারি) প্রতীক বরাদ্দের দিন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া ডাব প্রতীক পান। অন্য প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা পেয়েছিলেন সিংহ প্রতীক।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: সাত্তারের ডাব, মৃধা পেলেন সিংহ

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুই প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের নতুন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তাছাড়া সিংহ প্রতীকটি ছিল জাতীয়তাবাদী গণতন্ত্র দলের প্রতীক।

অন্যদের মধ্যে দলীয় প্রতীক হিসেবে জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন লাঙল, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল গোলাপ ফুল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ পেয়েছেন মোটর গাড়ি (কার) প্রতীক।

আরও পড়ুন: সাত্তারকে পাস করিয়ে আনা হবে: রুমিন ফারহানা

Advertisement

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া বিজয়ী হয়েছিলেন। গত ১১ ডিসেম্বর তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও অংশ নিতে যাচ্ছেন বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি এ আসনে পাঁচবার এমপি ছিলেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের ৩ নেতার মনোনয়ন প্রত্যাহার, সহজ পথে সাত্তার

নির্বাচনে আওয়ামী লীগের তিন নেতা মঈন উদ্দিন মঈন, মাহবুবুল বারী চৌধুরী ও শাহজাহান সাজু মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ নির্বাচনে সাত্তারসহ পাঁচজন প্রার্থী অংশগ্রহণ করছেন।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস