একুশে বইমেলা

রাব্বী হোসেনের দ্বিতীয় উপন্যাস ‘নিশিদিন’

তরুণ লেখক ও গণমাধ্যমকর্মী রাব্বি হোসেনের প্রথম উপন্যাস ‘স্মৃতির রুমাল’ প্রকাশ হয় গত বইমেলায়। এবার ঘাসফুল থেকে আসছে দ্বিতীয় উপন্যাস ‘নিশিদিন’। প্রচ্ছদ করেছেন মাইশা তাবাসসুম। বইটির মূল্য ৩৬০ টাকা। তবে বিশেষ ছাড়ে প্রি-অর্ডার চলছে।

Advertisement

নিশিদিন সামাজিক উপন্যাস। লেখক রাব্বি হোসেন বলেন, ‘উপন্যাসের কাহিনি একটি গ্রামীণ জনপদকে ঘিরে। যেখানে বেঁচে থাকার মূল রসদ মেঘনা নদী। কুসংস্কার ও অন্ধত্ব ছাপিয়ে ভালোবাসার এক তীব্র অনুভূতি প্রকাশ পেয়েছে উপন্যাসে।’

রাব্বি হোসেনের বেড়ে ওঠা কুমিল্লার মেঘনা উপজেলায়। তিনি সরকারি তিতুমীর কলেজ থেকে হিসাববিজ্ঞানে বিবিএ শেষ করেছেন। বর্তমানে একটি ইংরেজি দৈনিকে কাজ করছেন।

এর আগে তিনি দীর্ঘদিন কাজ করেছেন একটি জাতীয় দৈনিক পত্রিকায়। এ ছাড়া তিনি সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক।

Advertisement

এসইউ/এমএস