ছয় মাসে নানা উন্নয়ন প্রকল্পে বৈদেশিক অবদান ১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার বলে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার জানিয়েছেন।
Advertisement
মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এ তথ্য জানান।
এদিন একনেক সভায় কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন টানেল নির্মাণ প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধনের জন্য অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পসহ এদিন ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ১১ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৬৮৩ কোটি টাকা।
বৈদেশিক অর্থায়ন প্রসঙ্গে সচিব বলেন, বৈদেশিক অর্থায়নের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে দেশর চিত্র পরিবর্তন হবে। গত ছয় মাসে ভৌত অবকাঠামো বিভাগের ১০ হাজার ৭৫৪, কৃষির ৫ হাজার ৫৫৪ এবং আর্থসামাজিক অবকাঠামো বিভাগের ১ হাজার ১৭০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৈদেশিক অর্থায়নে প্রকল্প অনেক চিন্তাভাবনা করে নেওয়া হয়।
Advertisement
এমওএস/ইএ/এএসএম