দেশজুড়ে

কিশোরগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল আলমসহ শতাধিক নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। এ মামলায় সোমবার রাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

গ্রেফতার হলেন- কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সরফ উদ্দিন খান সুপন, রামদি ইউনিয়ন ছাত্রদল সহ সভাপতি ইয়াছিন আরাফাত, বিএনপির নেতা মো.জালাল।

আরও পড়ুন: মিথ্যা মামলা করে কারাগারে বাদী

মামলা সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলা ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম বাবু কুলিয়ারচর থানায় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমকে প্রধান অভিযুক্ত করে শতাধিক নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন, উপজেলার রামদি ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আজাহার উদ্দিন লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিন, বিএনপির নেতা বাচ্চু মিয়া প্রমুখ।

Advertisement

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, উপজেলার রামদি এলাকা মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় তিন লাখ ত্রিশ হাজার টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। এরই মধ্যে এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রাজীবুল হাসান/জেএস/জেআইএম