ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মোছা. হোসনে আরা (৩৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় একে একে পাঁচজনই মারা গেলেন।
Advertisement
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে হোসনে আরার (আইসিইউ) মৃত্যু হয়।
আরও পড়ুন>>> ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, ঢাকা ধামরাই থেকে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়ে এখানে এসেছিল। এর আগে তার স্ত্রী মেয়ে ও তার ভাতিজি মারা যায়। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় একে একে পাঁচজনই মারা গেলেন।
Advertisement
আরও পড়ুন>>> ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণ: মেয়ের পর মায়েরও মৃত্যু
মোছা. হোসনে আরার স্বজন সাদ্দাম জানান, ৭ জানুয়ারি এ ঘটনা ঘটে। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কৃষ্ণনগর গ্রামে। ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকায় চাচার বাসায় বেড়াতে এসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনিসহ দগ্ধরা হলেন-মো. মনজুরুল ইসলাম (৩৫), জোসনা আক্তার (২৫), সাদিয়া আক্তার (১৯), হোসনে আরা (২০) ও মরিয়ম (২)।
কাজী আল আমিন/এমআইএইচএস/জিকেএস
Advertisement