দেশজুড়ে

মিথ্যা মামলা করে কারাগারে বাদী

নীলফামারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় আরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

Advertisement

সোমবার (১৬ জানুয়ারি) জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মেহেদী হাসান এ রায় দেন। আরিফুল ইসলাম ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ মাস্টার পাড়া এলাকার মৃত আজিজুল ইসলাম ছেলে।

আরও পড়ুন: ৫ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

মামলার বিবরণ ও আদালতের দেওয়া রায়ের প্রতিবেদনে জানা যায়, ২০১৯ সালের মে মাসে আরিফুল ইসলামের বাড়ির পাশের পৈত্রিক জমির জোর দখল নিয়ে একই এলাকার মোজাম্মেল হকসহ তার সহযোগীরা তার স্ত্রীকে মারধর করে সোনার গহনা ছিনিয়ে নেওয়াসহ প্রায় ৪৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। ঘটনার সাতদিন পর স্ত্রীর চিকিৎসার পরে থানায় মামলা করেন তিনি। পরে ওই মামলার তদন্তের দায়িত্ব পান ডিমলা থানার উপ পরিদর্শক মোহাম্মদ আলী। তবে দীর্ঘ সময় তদন্ত করে এঘটনার সত্যতা না পেলে তা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

Advertisement

ডিমলা থানার পরিদর্শক(তদন্ত) বিশ্বদেব রায় বলেন, মারধর ও আটকে রাখার অভিযোগ এনে থানায় মামলা করেছিলেন আরিফুল। মামলাটি তদন্তকালে অভিযোগ সঠিক নয় ও মিথ্যে বলে প্রতীয়মান হয়। এ বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিজ্ঞ বিচারক মিথ্যে মামলা করায় অভিযোগকারীর (বাদী) তিন বছর কারাদণ্ড ও তিন হাজার টাকা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন।

আরও পড়ুন: রাজশাহীতে ভেজাল গুড় জব্দ, ৪ ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

আদালত পুলিশ পরিদর্শক জিন্নাত আলী বলেন, দণ্ডিত ওই ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রাজু আহম্মেদ/জেএস/জিকেএস

Advertisement