দুর্বৃত্তের গুলিতে নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান পাপন আহত হয়েছেন।
Advertisement
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার সামসুর টেকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ছেলের খোঁজে থানায় গিয়ে মিললো মরদেহ
নেতাকর্মীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পলাশ উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল হওয়ার কথা ছিল। দুপুরে মিছিলে অংশ নিতে ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান পাপন উপজেলা সদরে আসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে সামসুর টেকে নিয়ে গিয়ে গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নরসিংদী সদর হাসপাতাল নিলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Advertisement
ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের দাবি, ‘সবাই উপজেলা সদরে জড়ো হলে ঘোড়াশাল পৌরসভার সাবেক ছাত্রলীগের সহসভাপতি মো. রুবেল মিয়া দল বল নিয়ে আসেন। তারা পাপনকে হত্যার উদ্দেশ্যে ডেকে নিয়ে গুলি করে।’
আরও পড়ুন: জমকালো আয়োজনে চলচ্চিত্র শিল্পীদের বনভোজন
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। এরপরও তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সঞ্জিত সাহা/এসজে/এমএস
Advertisement