দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: সাত্তারের ডাব, মৃধা পেলেন সিংহ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।

Advertisement

এতে বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া পেয়েছেন ডাব প্রতীক। তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বীতা হওয়ার সম্ভাবনা থাকা আরেক সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা পেয়েছেন সিংহ প্রতীক।

এছাড়া দলীয় প্রতীক হিসেবে জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন লাঙল, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল গোলাপ ফুল প্রতীক ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ পেয়েছেন মোটরগাড়ি (কার) প্রতীক।

আরও পড়ুন: আওয়ামী লীগের ৩ নেতার মনোনয়ন প্রত্যাহার, সহজ পথে সাত্তার

Advertisement

উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, সোমবার পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া বিজয়ী হয়েছিলেন। গত ১১ ডিসেম্বর তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সাত্তারকে পাস করিয়ে আনা হবে: রুমিন ফারহানা

এদিকে, এ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও অংশ নিতে যাচ্ছেন বিএনপি থেকে বহিষ্কার করা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি এই আসনে পাঁচবারের এমপি ছিলেন। এই আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের তিন নেতা মঈন উদ্দিন মঈন, মাহবুবুল বারী চৌধুরী ও শাহজাহান সাজু তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ নির্বাচনে এখন সাত্তারসহ পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Advertisement

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/এএসএম