স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক চলছে কক্সবাজারে। বৈঠকে মাদক চোরাচালান রোধ, সেন্টমার্টিন দ্বীপসহ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডের কার্যক্রম নিয়ে আলোচনা হবে।
Advertisement
রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান জাগো নিউজকে এসব বিষয় নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু
Advertisement
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়া সভায় আরও অংশ নিয়েছেন সংসদ সদস্য মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও বেগম রুমানা আলী, কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানসহ শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভাগের প্রধান ও প্রতিনিধিরা।
এর আগে শুক্রবার বিকেলে কক্সবাজার পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার দুপুরে তিনি শাহপরীরদ্বীপ সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এরপর বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা ৩৪ বিজিবির অধীনস্থ বান্দরবানের ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ লালব্রিজ এলাকা পরিদর্শন করেন।
আরও পড়ুন: কক্সবাজারে ডিবি পরিচয়ে প্রতারণা, খেলনা পিস্তল-হাতকড়াসহ গ্রেফতার ৪
পৃথক পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ। বৈঠক শেষে সন্ধ্যায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন কমিটির সদস্যরা। জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।
Advertisement
সায়ীদ আলমগীর/জেএস/এমএস