জাতীয়

ভিড় এড়াতে মেট্রোরেলে ইজতেমার মুসল্লিরা

টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) এ আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিরা জটলা এড়াতে উত্তরা থেকে মেট্রোরেল চড়ে আগারগাঁও এসেছেন। অনেকে আবার সকালে মেট্রোরেল চড়ে আগারগাঁও থেকে উত্তরা গেছেন।

Advertisement

রোববার (১৫ জানুয়ারি) সরেজমিন আগারগাঁও ও উত্তরা স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আরও পড়ুন>>> আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

ফরিদপুর নগরকান্দার মোহাম্মদ আবিদ হাসান। তিনি ইজতেমার মোনাজাতে অংশ নেওয়ার জন্য টঙ্গী যান। তিনি প্রথমে গাবতলি থেকে আগারগাঁও এসেছিলেন। এর পরে সেখান থেকে উত্তরা হয়ে টঙ্গী গেছেন।

Advertisement

তিনি বলেন, মোনাজাত শেষ হওয়ার আগেই চলে এসেছি। কারণ মোনাজাত শেষ হওয়ার পরে গাড়ি ঘোড়া পাবো না। অনেক জটলা হবে।

এছাড়া মামুন রশীদ, রফিকুল ইসলাম ও মুনতাজুরসহ ৬ জন বিশ্ব ইজতেমা থেকে আখেরি মোনাজাত শেষ হওয়ার আগেই উত্তরা হয়ে আগারগাঁও এসেছেন।

আরও পড়ুন>>> বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন শতাধিক বিয়ে

রোববার সরেজমিনে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে গিয়ে দেখা যায়, ইজতেমার মোনাজাতে অংশ নিতে স্টেশনে ভিড় জমাচ্ছেন যাত্রীরা। তারা বলছেন, মেট্রোরেলে চড়ে টঙ্গী পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। উত্তরা পর্যন্ত তো যাওয়া যাবে। তাই যানজটের ভোগান্তি এড়াতেই মেট্রোরেলে যাত্রা।

Advertisement

আরও পড়ুন>>> ইজতেমায় তিনদিনে সাত মুসল্লির মৃত্যু

রফিকুল ইসলাম বলেন, আগারগাঁওয়ে ভাইয়ের বাসায় উঠেছি। এখান থেকে সহজে টিকিট কেটে টঙ্গী যেতে পারছি। জটলায় পড়ার আগেই চলে এসেছি মেট্রোরেল চড়ে।

এমওএস/এমআইএইচএস/এমএস