চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে ৯টি অত্যাধুনিক এয়ারগান জব্দ করেছে বিজিবি।
Advertisement
শনিবার (১৪ জানুয়ারি) রাত ১১টার দিকে ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে এয়ারগানগুলো জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির টহল কমান্ডার নায়েক মো. ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৮৫/৮৬ নম্বর পিলারের কাছে শূন্য লাইনের পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর এক ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে বিজিবির সশস্ত্র টহলদল তাদের ধাওয়া করে। তখন চোরাকারবারিরা বস্তাটি ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সশস্ত্র টহলদল ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। উদ্ধার করা বস্তার ভেতরে তিনটি কার্টুনের মধ্যে থেকে ৯টি অত্যাধুনিক বিদেশি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।
আরও পড়ুন: পুলিশের ওপর হামলা চালিয়ে গরুসহ চোরাকারবারি ছিনতাই
Advertisement
তিনি আরও বলেন, এবিষয়ে দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলাসহ আটক করা এয়ারগানগুলো জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
তবে, উদ্ধার এয়ারগানগুলো কোন দেশে তৈরিসহ বিস্তারিত কোনো তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করেননি বিজিবির এ কর্মকর্তা।
জেএস/এমএস
Advertisement