লক্ষ্মীপুরের রামগতিতে ১৬টি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জালগুলোর বাজার মূল্য ৫ কোটি ২৫ লাখ টাকা। পরে জনসম্মুখে তা পোড়ানো হয়।
Advertisement
কোস্টগার্ড জানায়, মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে চিরুনি অভিযান চলছে। শনিবার দুপুরে রামগতি উপজেলার মেঘনা নদী এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৬টি মাছ ধরার নৌকা তল্লাশি চালিয়ে ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এসময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ১০৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি জানিয়েছেন।
Advertisement
তিনি বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে অভিযান চলছে। কারেন্ট জাল ব্যবহারে মৎস্য সম্পদ ধ্বংস হয়।
আরও পড়ুন: বরগুনায় কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড
কাজল কায়েস/এমআরআর/জেআইএম
Advertisement