মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার টেকের হাট দোসর পাড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী (৫ ও ৬ ডিসেম্বর) লালন সাধুসঙ্গ। পদ্মহেম ধাম লালন সাঁই বটতলা সাধুসঙ্গ ৫ ডিসেম্বর বিকেল ৪টায় অধিবাসের মাধ্যমে শুরু হবে। সন্ধ্যায় আমন্ত্রিত সাধু বাউল শিল্পীরা লালন গীতসুধা পরিবেশন করবেন।প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মুন্সিগঞ্জ এক আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। দ্বিতীয় দিনে অতিথি হিসেবে থাকবেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিজয় বিপ্লব তালুকদার ও ইউএনও আবুল কাশেম।এই সাধুসঙ্গে লালন বাণী ও দর্শন পরিবেশন করবেন, কুষ্টিয়া, ভারত, এবং বাংলাদেশের নানা স্থানের সাধুগুরু ফকির ও বাউলরা। পদ্মহেম ধামের সাধুসঙ্গ উপলক্ষে দেশের সবচেয়ে বড় একতারা ফটক নির্মাণ করা হয়েছে বলেও জানান আয়োজকরা।সাধুসঙ্গের সভাপতি কবির হোসেন বলেন, `এবার আমাদের সাধুসঙ্গের দশম বর্ষ পূর্তি হচ্ছে। তাই আমরা চেষ্টা করছি এবার একটু আয়োজনে ভিন্নতা রাখার। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে লালন সাঁইজির বাণী শোনার সব রকম প্রস্তুতি নিয়েছি আমরা। সকলের সহযোগিতা নিয়ে আমরা এবারের সাধুসঙ্গটা সুন্দর করে পালন করতে চাই।`
Advertisement