আইন-আদালত

ভুয়া পরিচয়ে প্রতারণা করা ফারদিন কারাগারে

ভুয়া পরিচয়ে প্রতারণা করা ফারদিন কারাগারে

ভুয়া নাম-পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার মাসুম বিল্লাহ ফারদিন ওরফে রাজুউল্যা রাজুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

শুক্রবার (১৩ জানুয়ারি) ফারদিনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: গাড়িচাপার পর নারীকে টেনেহিঁচড়ে নেওয়া ঢাবি শিক্ষকের মৃত্যু

আরও পড়ুন: ৫০০ টাকা করে জরিমানা দিয়ে মুক্ত স্পা সেন্টারের ৯ জন

Advertisement

মামলার সূত্রে জানা যায়, ফেসবুকে ঢাকার কলাবাগান এলাকার এক নারীর সঙ্গে পরিচয় হয় ফারদিনের। তিনি একপর্যায়ে ওই নারীর স্বামীকে জাপানে পাঠানোর প্রস্তাব দেন। এজন্য ১৯ লাখ টাকা নেন ফারদিন। পরে ওই নারী প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে নারীর স্বামী বাদী হয়ে রাজধানীর কলাবাগান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে অভিযোগের বিষয়ে ডিবির সাইবার বিভাগ অনুসন্ধান শুরু করে।

আরও পড়ুন: ভুয়া নিয়োগপত্রে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তারা অনুসন্ধানে ফারদিনের প্রতারণার প্রমাণ পাওয়া যায়। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ গুলশান এলাকায় অভিযান চালিয়ে ফারদিনকে গ্রেফতার করে।

জেএ/আরএডি/জিকেএস

Advertisement