চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর। প্রতিবারের মতো এবারও মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে শিশু-কিশোরদের জন্য শিক্ষামূলক বিনোদন উপকরণ হিসেবে পরিচিত অন্যরকম বিজ্ঞানবাক্স। এবারও ক্রেতার চেয়ে শিশু-কিশোরদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিজ্ঞানবাক্স স্টলটি।
Advertisement
শুক্রবার (১৩ জানুয়ারি) ছুটির দিন হওয়ায় বাণিজ্যমেলার বিভিন্ন স্টলে ক্রেতা-দর্শনার্থীর ঢল নেমেছে। মেলায় আগত দর্শনার্থীরা মুগ্ধ হচ্ছেন অন্যরকম বিজ্ঞানবাক্সে। ক্রেতার চেয়ে শিশু-কিশোরদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ স্টলটি। শুক্রবার দুপুরে বাণিজ্যমেলায় অন্যরকম বিজ্ঞানবাক্সের স্টলে সরেজমিনে এমনই চিত্র দেখা যায়।
আরও পড়ুন>> প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি পণ্যের স্টলে ক্রেতাদের ভিড়
জানা যায়, মেলা উপলক্ষে অন্যরকম বিজ্ঞানবাক্সের বিভিন্ন কিটে মূল্য ছাড়সহ বিভিন্ন অফার চলছে। এগুলোর মধ্যে দু’টি কিট কিনলে ১৫০ টাকা ডিসকাউন্ট, সেইসঙ্গে উপহার সামগ্রী ফ্রি, তিনটি কিট কিনলে ১৭৫ টাকা ডিসকাউন্ট, সেইসঙ্গে একটি ঘড়ি, তৃতীয় শ্রেণির বিজ্ঞানবাক্সে ৩০০ টাকা ডিসকাউন্ট, সেইসঙ্গে একটি ঘড়ি ও ছয়টি কিট কিনলে ৪৫০ টাকা ডিসকাউন্ট, পাশাপাশি একটি উপহার ও ঘড়ি থাকছে। সবমিলিয়ে অন্যরকম বিজ্ঞানবাক্সের ১৭টি কিট রয়েছে। অধিকাংশ কিট শিক্ষার্থীদের জন্য। তবে, বয়স্কদের জন্য রয়েছে ‘বোকাবাক্স’ নামে একটি কিট।
Advertisement
কিট কিনতে আসা জামিলুর রহমান জাগো নিউজকে জানান, বই পড়ে বাচ্চারা অনেক পড়াই বুঝতে পারে না। তাই আমার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর জন্য কিট কিনতে এসেছি।
আরও পড়ুন>> বাণিজ্যমেলায় নজর কাড়ছে তার্কিশ কার্পেট
রোকেয়া আক্তার নামে আরেক ক্রেতা জানান, স্কুল পড়ুয়া দুই ছেলেকে নিয়ে মেলায় কেনাকাটা করতে এসেছি। কিটগুলো দেখে ছেলেরা খুব আগ্রহ দেখাচ্ছে। তাই দু’টি কিনবো ভাবছি।
এ বিষয়ে অন্যরকম বিজ্ঞানবাক্সের সিনিয়র এক্সিকিউটিভ রবিউল ইসলাম জানান, অন্যরকম বিজ্ঞানবাক্স সম্পর্কে অধিকাংশ ক্রেতারই সঠিক ধারণা নেই। তাই অনেকেই ধারণা নিতে স্টলটিতে ভিড় করছেন। অন্যরকম বিজ্ঞানবাক্সের বিভিন্ন কিটগুলোর মাধ্যমে একজন শিক্ষার্থী সহজেই পাঠ্যপুস্তকে পড়া বুঝতে পারবে। কারণ এ কিটগুলো দিয়ে শিশুরা তাদের ব্যবহারিক জ্ঞান সম্পর্কে ধারণা পাবে। অনেকেই তাদের সন্তানদের জন্য এ কিট কিনে নিয়ে যাচ্ছেন। আজ ছুটির দিন হওয়ায় ক্রেতাদের বেশি সাড়া পাচ্ছি।
Advertisement
আরও পড়ুন>> বাণিজ্যমেলায় কোট-ব্লেজারে অফারের ছড়াছড়ি, নেই ক্রেতার চাপ
অন্যরকম বিজ্ঞানবাক্স বাংলাদেশে তৈরি প্রথম সায়েন্স কিট, যা উৎপাদন এবং বিপণন করে থাকে অন্যরকম ইলেকট্রনিক্স। বিজ্ঞানবাক্সের ভেতরে নানারকম উপাদান দেওয়া থাকে, যা দিয়ে বিজ্ঞানের নানারকম পরীক্ষণ করা যায়। এর সঙ্গে শিশু-কিশোররা খুবসহজেই কারো সাহায্য ছাড়াই এক্সপেরিমেন্ট করতে পারে।
এবার বাণিজ্যমেলায় দেশি-বিদেশি স্টল বসছে ৩৩১টি। মেলায় মোট স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ৪৮৩টি। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়নের সংখ্যা ১১২টি, মিনি প্যাভিলিয়নের সংখ্যা ১২৮ ও বিভিন্ন ক্যাটাগরির স্টলের সংখ্যা ২৪৩টি। এর মধ্যে বিদেশি প্যাভিলিয়ন ২৭টি, বিদেশি মিনি প্যাভিলিয়ন ১১টি ও বিদেশি প্রিমিয়ার স্টলের সংখ্যা ১৭টি। বড় পরিসরের কারণে কিছুটা সমস্যা হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলায় প্রবেশে প্রাপ্তবয়স্কদের ৪০ টাকার টিকিট কাটতে হবে। শিশুদের জন্য টিকিটের মূল্য ২০ টাকা।
রাশেদুল ইসলাম রাজু/এমএএইচ/এএসএম