সাহিত্য

এম এ রহমানের কয়েকটি কবিতা

নীরবতার গহীন ভিতর

Advertisement

শীত আসে বারান্দায়, প্রলম্বিত রাত্রির উঠানসময়ের পাতা ঝরে, বুকে বিতৃষ্ণার হলুদ মিছিলবসে আছি কুয়াশায়, শীতে কাঁপে বেদনার দেহটুপটাপ শিশিরেরা কথা বলে মননে-মগজে।

নৈঃশব্দ্যে, নীরবতা চোখ খুলে থির চেয়ে থাকেচোখ রাখি তার চোখে—ঢুকে যাই গহীন ভিতরদেখি—অগোছালো আর্তনাদ, অভিমান জ্বালামুখেবিদগ্ধ বিশ্বাস, মুখোশ মানুষ, তার উত্তপ্ত লাভা...

দিন আসে দিন যায়, প্রকৃতি তার রূপ পাল্টায়মানুষও পাল্টে যায় স্বভাবে, অভাবে, বাস্তবতায়!

Advertisement

দিনান্তিক শিক্ষা নেয়, বুঝে নেয় জীবন রহস্যস্রোত বিপরীতে চলে জীবনের আসল সৌন্দর্য রাতের আঁধারে ভিজে জোছনার আলোকে কুড়ায়দিনের আলোতে ভাজে হিংসা, ক্রোধ, লোভ, আর...

****

গুদামজাত ভালোবাসা

স্বার্থের দেওয়ালে লেখা, ভালোবাসা বিক্রি হবে!পাশ দিয়ে হেঁটে যাই, কিছুক্ষণ থির চেয়ে দেখিতারপর হেঁটে যাই সামনের অন্ধকার গলিযেতে যেতে মন বলে, একদিন আমিও...!

Advertisement

সময়েরা বেরসিক, স্বভাবে অভাব আসে বলেজীবনের আলপথ দিয়ে নির্জনে এনেছে একাঅন্ধকার সহবাসে গিলে খাই জোছনার আলো

আশাই জীবন; দিনান্তিক চোখেমুখে মাখতে হয়‘বেদনাকে বলেছি কেঁদো না’; একদিন আমিও...!

নাগরিক শহরে গুদামজাত আজকে ভালোবাসা!নিরাশার দৃষ্টিচোখে বিলবোর্ডে চেয়ে থাকি,‘ভালোবাসা বিক্রি হবে’ বিজ্ঞাপনে!স্বপ্নগুলো মরে গেলে, আশারা ক্লান্তিতে থেমে গেলে—ক্ষুধার দুর্ভিক্ষে নয়, ভালোবাসার মহামারিতে—একদিন...বেনামি মৃত্যু মিছিলে প্রতিবাদী এক যোদ্ধা হব।

****

বাটারফ্লাই ইফেক্ট

কুয়াশা ভেজানো ভোরে...আড়মোড়া দিয়ে জাগে জীবনের কলরবদুর্বার নরম বুকে চিকচিক শিশিরের জলচারিদিকে হলুদাভ নয়নাভিরাম সরিষার ক্ষেতবাতাসের ভেজা দেহে মন মাতানো সরিষা ঘ্রাণভ্রমরের গুঞ্জন, প্রজাপতি, পাখিদের কলরব...হৃদয়পল্লিতে দোলা দেয় মনোমুগ্ধকর ঢেউ...

কিছুই হচ্ছে না আজ...! মনপল্লিতে জমাট নীরবতাজীবনের নাসারন্ধ্রে আর আসে না ফুলের ঘ্রাণসুন্দরের দৃষ্টিঢেউ পৌঁছে না নিউরন বাড়িতে জীবনের চঞ্চলতা ক্ষয়ে ক্ষয়ে হয়েছে নীরবঅন্ধকারে ডুবে গেছে—আমার সকাল, দুপুর সব...

তুমি কেন চলে গেলে? নিরবে-নিভৃতে...

****

অচেনা অক্ষর

কুয়াশা-ভেজা যুবতী রাতে— টুপটাপ ঝরে পড়ে স্মৃতির পালক কিছু দুঃস্বপ্ন জেগে থাকে চেতনে-অবচেতনে পরিচিত রক্তমুখ অচেনা অক্ষরে লুকিয়ে রাখে পিরামিডীয় রহস্য ভিজে যাই বাস্তবের হিম-জলে

বেদনা, হৃদ্-অস্থিমজ্জায় কনকনে হেসে যায় কুয়াশার কাঁটাতারে ঝুলে থাকে জোছনার আলো কোথাও কি আলো নেই? সান্ত্বনার ওম নেই? নিয়তি আঁধারে ডুবে গেছে সব! জীবনের কলরব ক্ষয়ে ক্ষয়ে হয়েছে নীরব! তবু জেগে আছি—বাঁদুড়-জীবনে নিলাজ ঘুমেরা রাতে ডেকে যায় বারবার!

এসইউ/জিকেএস