জাতীয়

ভুয়া নিয়োগপত্রে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তারা

ভুয়া নিয়োগপত্রে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তারা

ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারকচক্রের দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন- মো. নুর আলম (৬০) ও ওয়াজিয়ার রহমান ওরফে বাবুল (৫২)।

Advertisement

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।

র‌্যাব বলছে, বেকারদের সঙ্গে যোগাযোগ করে উচ্চ বেতনে চাকরির প্রলোভনে মোটা অংকের টাকার নিতো চক্রটি। পরে ভুয়া নিয়োগপত্র তৈরি করে তাদেরকে দেওয়া হতো।

আরও পড়ুন>> চার তরিকার পীরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৮ লাখ টাকা লুট

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় দারুস সালাম থানা এলাকায় র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল অভিযান চালায়। এসময় প্রতারকচক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবদে আসামিরা প্রতারণার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, চেক বইসহ জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে।

আরও পড়ুন>> ছাগল চুরি করে বিক্রি করতে যাওয়ার পথে আটক ছাত্রলীগ নেতা

র‌্যাব জানায়, তারা সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্য। এ চক্রের কিছু পেইড এজেন্ট রয়েছেন, যারা বেকার ও শিক্ষিত যুবকদের কাছে নিজেদের চাকরি পাওয়ার বিষয়টি শুনিয়ে আস্থা অর্জন করেন। তাদের চাকরির প্রলোভনে লাখ লাখ টাকা নিতেন। পরে ভুয়া নিয়োগপত্র দিতেন। চাকরিতে যোগদান করতে না পেরে ভুক্তভোগীরা প্রতারকদের কাছে টাকা ফেরত চাইলেও তা পাননি। উল্টো তাদেরকে ভয়ভীতি দেখানো হতো। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।

Advertisement

আরএসএম/এএএইচ/জিকেএস