দেশজুড়ে

৩ দিনের ব্যবধানে সড়কে প্রাণ গেলো দুই বন্ধুর

পাবনায় সড়ক দুর্ঘটনায় আহত আলিফ হোসেন (২৪) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Advertisement

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ঈশ্বরদীর মুলাডুলি বাজারের ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন (২৫) নিহত হন। এসময় তার সঙ্গে থাকা বন্ধু আলিফ হোসেন গুরুতর আহত হয়েছিল।

তিন দিনের ব্যবধানে দুই বন্ধুর মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মামুন মুলাডুলি রেলগেইট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেনের ছেলে ও আলিফ ফরিদপুর গ্রামের বুলবুল হাসনাত পল্লবের ছেলে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের সাতমাইল এলাকায় মোটরসাইকেল ও পিকাপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মামুন মারা যায়। গুরুতর আহত আলিফকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯টায় আলিফ মারা যায়।

Advertisement

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, মোটরসাইকেল ও পিকাপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মামুন মারা যায়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আলিফ মারা গেছেন। পুলিশ ঘাতক পিকাপভ্যানটি আটক করেছে। এঘটনায় চালককে আসামি করে মামলা করা হয়েছে।

শেখ মহসীন/জেএস/জিকেএস