বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে টুইটার। বড় বড় সেলিব্রেটি, রাজনীতিবিদের সঙ্গে সাধারণ মানুষও ব্যবহার করছেন এই প্ল্যাটফর্ম। ২০২২ সালের অক্টোবরেই টুইটারের মালিকানা বদলে ইলন মাস্কের হাতে আসে প্ল্যাটফর্মটি। টুইটারের জন্য মাস্কের খরচ হয় ৪৪ বিলিয়ন ডলার। এরপর থেকেই টালমাটাল অবস্থা লেগেই রয়েছে ওই মাইক্রো ব্লগিং সাইটে।
Advertisement
জানা গেছে, মাস্ক সংস্থাটি অধিগ্রহণ করার পর থেকেই কমেছে বিজ্ঞাপন। বহু বিজ্ঞাপনদাতা সংস্থাই টুইটারে অ্যাড দিতে অস্বীকার করছেন। স্বাভাবিকভাবেই কমেছে টুইটারের আয়। এই পরিস্থিতিতে অর্থনীতিকে ঘোরাতে উঠেপড়ে লেগেছেন মাস্ক।
আয়ের নতুন এক পথ বের করেছেন টেসলার প্রধান ইলন মাস্ক। এবার টুইটারে ব্যবহারকারীদের হ্যান্ডল নেম নিলামে তোলার কথা ভাবছেন ইলন। অনলাইনেই আয়োজন করা যাবে সেই নিলামের। শব্দ, নম্বরের পাশাপাশি নিলামে তোলা যাবে হ্যান্ডেল নেমের স্ট্রিং বা ক্যারেক্টারও। যার জেরে বিপাকে পড়তে পারে বহু টুইটার ব্যবহারকারী। এমনকি মুছে যেতে পারে তাদের অ্যাকাউন্ট।
এছাড়াও ইলন মাস্ক ভুয়া টুইটার অ্যাকাউন্ট সরিয়ে ফেলার সিদ্ধান্ত জানিয়েছিলেন শুরুতেই। এরই মধ্যে একাধিকবার টুইটারে সাফাই অভিযানও চালিয়েছেন তিনি। এবার ১৫০ কোটি টুইটার ইউজার নেম মুছে ফেলার কথা জানিয়েছেন মাস্ক। ফলে মুছে যেতে পারে অসংখ্য ইনঅ্যাকটিভ অ্যাকাউন্ট।
Advertisement
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/এমএস