জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। দিন যতই যাচ্ছে দর্শনার্থীদের চাপ বাড়ছে। বরাবরের মতো এবারও মেলায় এসেছে নানা প্রসাধনী সামগ্রী। এইসব প্রসাধনীর মধ্যে নারীদের পছন্দের শীর্ষে রয়েছে গোল্ডেন রোজ ব্রান্ড। স্টলটিতে সবসময় নারীদের ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার গোল্ডেন রোজের স্টলে গিয়ে এমনই চিত্র চোখে পড়ে।
Advertisement
মেলায় শ্যাম্পু থেকে নিয়ে পারফিউমসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী এনেছে গোল্ডেন রোজ। তবে মেলা উপলক্ষে গোল্ডেন রোজ কর্তৃপক্ষ তেমন অফার দেয়নি।
মেলায় গোল্ডেন রোজের শ্যাম্পু বিক্রি হচ্ছে দুই হাজার টাকা, বডি লোশন এক হাজার ৮০০ টাকা, ফেস ওয়াশ এক হাজার ৪০০ টাকা, ওলিভ অয়েল ৫০০ টাকা, লিপস্টিক ৫০০-৭০০ টাকা, আই শ্যাডো এক হাজার ৪০০ টাকা, বিভিন্ন রকমের পারফিউম ১ হাজার ৬০০ টাকা থেকে ৫ হাজার, লিপ বাম ৪০০ টাকা।
মেলায় আসা সাবরিনা সাকা মিম নামের এক তরুণী বলেন, গোল্ডেন রোজের পণ্য আমার খুব প্রিয়। মেলায় আসা হলে এখান থেকে কিছু না কিছু কেনা হয়ে থাকে। এবারও গোল্ডেন রোজ থেকে শ্যাম্পু, বডি লোশন ও পারফিউম কেনা হয়েছে।
Advertisement
জান্নাতুল ফেরদৌস নামের আরেক ক্রেতা জানান, গত দুবছর ধরে বাণিজ্য মেলায় আসা হয় না। তাই পরিবার নিয়ে আজ আসা হয়েছে। সব ব্রান্ডের প্রসাধনী সামগ্রী ভালো হয়ে থাকে না। তবে গোল্ডেন রোজের পণ্যগুলো সেরা।
এ বিষয়ে গোল্ডেন রোজ স্টলের ইনচার্জ আব্দুল্লাহ অনুজ জানান, তার স্টলে ১৮০ টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকা পর্যন্ত নানা পণ্য রয়েছে। এগুলোর মধ্যে লিপস্টিক বেশি বিক্রি হচ্ছে।
তিনি জানান, গতবারের তুলনায় এবার তাদের বেচাকেনা ভালো। মেলার শেষ দিন পর্যন্ত স্টলে ক্রেতাদের ভিড় থাকবে বলে আশা করছেন আব্দুল্লাহ অনুজ।
পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হচ্ছে বাণিজ্যমেলা। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এবার মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকবে।
Advertisement
রাশেদুল ইসলাম রাজু/জেডএইচ/এমএস