প্রথমবারের মতো একসঙ্গে গানে কণ্ঠ দিলেন পিজিত মহাজন ও ক্ষুদে গানরাজ খ্যাত অনন্যা আচার্য্য। তারা গেয়েছেন একটি বিদ্যালয়ের থিম সং। এ গানের কথা লিখেছেন হুমায়ুন চৌধুরী। সুর, সংগীত করেছেন রপতনু রুপু।
Advertisement
আরও পড়ুন: সাব্বির নাসিরের কণ্ঠে কবি অসীম সাহার ‘মন আমার কান্দে’
পিজিত জানান, এ গানটি প্রকাশিত হবে পিজিত মহাজনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। গানটি শোনা যাবে আগামী ১৭ জানুয়ারি।
আরও পড়ুন: শৈশবে বাবাকে হারিয়ে যেভাবে সংগ্রাম করে এ আর রহমান হয়েছেন
Advertisement
গানটি নিয়ে পিজিত বলেন, ‘বিদ্যালয়কে নিয়ে গান করাটা ইউনিক মনে হয়েছে। সেইসঙ্গে বিশেষ কাজও। রাজানগর আর এ বি এম উচ্চ বিদ্যালয়কে নিয়ে গেয়েছি গানটি। এ বিদ্যালয়ে আমার সংগীতের শুরু হয়েছে। সেখানকার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে এই গানের আয়োজন। আমার আনন্দটা সত্যি অন্যরকম।’
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর ভিডিও নির্মাণও করেছেন পিজিত।
এমআই/এমএমএফ/জিকেএস
Advertisement