স্প্যাম কলের জন্য বিরক্ত অনেকেই। কারণে-অকারণে যে কোনো সময় বিভিন্ন কোম্পানির নম্বর থেকে ফোন আসছে। আবার প্রতারকদের উৎপাত তো আছেই। এবার গুগল নিয়ে এলো এর সমাধান। এখন থেকে মুক্তি পাবেন বিরক্তিকর এসব স্প্যাম কল থেকে।
Advertisement
একটি ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, গুগল এখন একটি সাসপেক্টেড কলার অ্যালার্ট ফিচারের মাধ্যমে গ্রাহকদের কল আসার সময় জানিয়ে দেবে যে কলটি স্প্যাম কল কি না। এই ফিচারের সাহায্যে গ্রাহকরা ফোন আসাকালীন তাদের স্ক্রিনে অ্যালার্টের পাশাপাশি কল হিস্টোরিও দেখতে পাবেন।
আরও পড়ুন: নতুন বছরে গুগলে যে ৫ বিষয় সার্চ করলেই জেল
এছাড়াও ফিচারটিতে যে কোনো স্প্যাম কল সম্পর্কে সিস্টেমকে সতর্ক করার ক্ষমতা রয়েছে। এর সাহায্যে ফোন ব্যবহারকারীরা কলারকে স্প্যাম হিসেবে কললিস্ট থেকেও বাদ দিতে পারবেন। গুগল কোনো অ্যাডমিনের সাহায্যে এই ফিচারটিকে কন্ট্রোল করবে না। যে কোনো গুগল ভয়েস ইউজার ব্যবহার করতে পারবেন ফিচারটি।
Advertisement
খুব শিগগির অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের হাতে পৌঁছে যাবে ফিচারটি। আপাতত শুধু অ্যান্ড্রয়েড ভার্সনের জন্যই ফিচারটি উপলব্ধ হবে। অন্যদিকে আইওএস ব্যবহারকারীরা এর লাইটার ভার্সনটি পাবেন। কারণ অ্যাপল সাধারণত থার্ড পার্টির অ্যাক্সেসকে সুরক্ষার শর্তে সীমাবদ্ধ রাখে। গুগলের স্প্যাম কলার অ্যালার্ট সিস্টেমটি স্মার্টফোন গ্রাহকদের জন্য অসাধারণ একটি অপশন হিসেবে কাজ করবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। সূত্র: নিউজ ১৮
কেএসকে/এএসএম